December 6, 2025

ভিসা’র নতুন নিয়মে স্টিমে গেমিং জগতে ঝড়!

এ কী কাণ্ড! স্টিমের গেমার বন্ধুদের নিশ্চয়ই খবরটা পৌঁছে গেছে? যারা এখনো জানেন না, তাদের জন্য বলি, ভিসা নাকি হঠাৎ করে কিছু অ্যাডাল্ট গেম স্টিম থেকে সরিয়ে দিতে বলছে! TheGamer-এ এই নিয়ে একটা খবর বেরিয়েছে, আর সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গেমিং কমিউনিটিতে।

ব্যাপারটা হল, স্টিম কিছুদিন আগেই তাদের গাইডলাইন আপডেট করেছে। সেখানে তারা বলেছে, এমন কোনো কন্টেন্ট তারা রাখবে না, যা ভিসা বা অন্য পেমেন্ট প্রসেসরদের নিয়ম ভাঙতে পারে। মানে বুঝতেই পারছেন, সরাসরি কোপটা গিয়ে পড়েছে অ্যাডাল্ট গেমগুলোর ওপর।

এখন গেমাররা সবাই একজোট হয়ে ভিসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে তারা এই নিয়মটা বদলায়। ভাবুন একবার, এতগুলো গেম হঠাৎ করে উধাও হয়ে গেলে কেমন লাগে! আমরা যারা স্টিমে গেম খেলি, তারা তো জানি, এখানে সব ধরনের গেম পাওয়া যায়। হঠাৎ করে কিছু গেম ব্যান করে দিলে তো মুশকিল।

আসলে, পেমেন্ট প্রসেসর কোম্পানিগুলোর এরকম নিয়মকানুন মাঝে মাঝেই দেখা যায়। তারা হয়তো মনে করে, কিছু গেমের কন্টেন্ট তাদের ব্র্যান্ডের সঙ্গে মেলে না। কিন্তু গেমারদের কথাটাও তো ভাবতে হবে, তাই না?

দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। গেমাররা যদি একজোট হয়ে লড়ে যায়, তাহলে হয়তো ভিসা তাদের সিদ্ধান্ত বদলাতেও পারে। আমি তো অবশ্যই চাইব, স্টিম আগের মতোই থাকুক – যেখানে সব ধরনের গেম পাওয়া যায়, আর আমরা নিজেদের পছন্দমতো গেম খেলতে পারি। এই নিয়ে আপনাদের কী মত, কমেন্টে জানান তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *